বিগত ১লা নভেম্বর ২০২১ ইং তারিখের “দৈনিক শীতলক্ষ্যা ” পত্রিকার লী নিউ্জ”এবার
নিজ দলের নেত্রী সম্পর্কে ফেসনবুকে বিলাই জাহাঙ্গীরের কুরুটাপূর্ন মন্তবা মর্মে সংবাদ আমার
দৃষ্টিগোেচর হয়েছে। জনান জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর মুগ সম্পাদক,
একজন সিনিয়র নেতা এবং বয়স্ক বাক্তি হয়ে নিজেরেই দলের একজন মধ্যবয়স্কা নারী নেত্রী যিনি
দীর্ঘ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামীলীগ এর একজন সক্রীয় সদস্য। যিনি সফলতার সাথে
মহিলা কাউন্সিলর সহ মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করিয়া আসিতেছে।
এমন একজন নেত্রী সম্পর্কে উক্ত জাহাঙ্গীর আলম এর
অবিবেচক, বেফাস, বাজে মন্ত্রবা এবং এ রকম কুরুচিপূর্ণ বক্তব্য ধা কথার আমি তীব্র প্রতিবাদ
জানাচ্ছি। ইসরাত জাহান স্মুতি একজন প্রজ্ঞাময় নেত্রী , একজন মা এবং খুব সচ্ছ রাজনৈতিক
নেত্রী। তাহার সম্পর্কে একজন বয়স্ক মতিশ্রম বাক্তির এহেন বক্তব্য নিলজ্জতার শামীল। আমি
মহানগর যুব মহিলালীগের আহবায়ক, একজন আইনজীবী, সর্বোপরী একজন মহিলা হিসাবে
তার কুরুটীপূর্ন মন্তবাের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর আলম যে কি-না একজন মায়ের গর্ভ
হইতে জন্ম লাভ করিয়াছেন। সেই মা জাতি সম্পর্কে তাহার এমন কুরুটীপূর্ন বক্তা প্রদানের
জন্য তাকে অনতিবিলম্বে প্রকাশ্যে এবং ডিজিটাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার জন্য বলা হলাে।
যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার মহিলা হন বটে। জাহাঙ্গীর আলম যদি
প্রকাশাে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে, আমরা প্রত্যেক মহিলা যাহারা “মা জাতি নামে
শ্বীকৃত। আমরা, আমাদের নিজেদের সম্মান রক্ষার জন্য এই ধরনের লােকদের বিরুদ্ধে
আইনগত বাবস্থা গ্রহন সহ সামাজিক প্রতিবাদ গড়ে তুলবাে।
সর্বশেষ আমি যুব মহিলালীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির পক্ষ থেকে জাহাঙ্গীর আলম
এর এহেন কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।