ত্রিশালে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে জনগণের দ্বারে দ্বারে রুহুল-আমীন মাদানী এমপি।
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ত্রিশালে আগামী ২৮ নভেম্বর ২০২১ ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী পরিষদের যাচাই-বাচাই পরবর্তী দলের প্রধান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত দলীয় এবং জাতীয় প্রতীকে (নৌকা) চুড়ান্ত ভাবে ত্রিশালের ১২ ইউনিয়নে যারা মনোনীত হয়েছেন।
তাদেরকে বিজয়ী করতে ত্রিশালের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার বারবার নির্বাচিত ময়মনসিংহ -৭(ত্রিশাল ) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীর প্রাণপণ চেষ্টা তৃনমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের দ্বারে দ্বারে বর্তমান সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিয়ে এর ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করতে নিরলসভাবে দিবা-রাত্রি কাজ করে যাচ্ছেন এ প্রবীণ নেতা।
আওয়ামীলীগ অধ্যুষিত এ অঞ্চলে গ্রুপিং রাজনীতির গ্যাড়াকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুপ্রবেশে দলের আভ্যন্তরীন কোন্দল চরমে দেখা দিলে এ অঞ্চলটির শাসনবার আবার পাকিস্তান পন্থীর দখলে চলে যায়।
এইভাবে দীর্ঘদিনের রাজনৈতিক পথ-পরিক্রমায় দলের ভিতরে কোন্দল আর অনুপ্রবেশ কারীদের আনা-গোনায় অবাধ বিচরনে দিন দিন দলীয় কোন্দল আরও চরমে। এখানে জাতের ভিতর কু-জাত থাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীকে পরাজিত করার উন্মাদনায় ব্যস্ত সময় পার করে আওয়ামীলীগ নামদারী পেশাদার হাইব্রিড ইংরেজ বনিকেরা। বিচার মানি তালগাছ আমার নিজে নৌকা পাইলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বনে যায় আর না পাইলে আসল রূপ আর আদর্শ জনগনের সামনে ফুটে উঠে।
দলীয় পদ-পদবী ও মনোনয়ন বানিজ্যের অভিযোগের তীর নেতাদের দিকে ভেদ করলেও এবারে ত্রিশালে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নতুন মুখগুলোর সাংগঠনিক দক্ষতার কোন কমতি নেই। গ্রুপিং রাজনীতির ধ্বংসস্তুপ থেকে আবারও আওয়ামী লীগের দূর্গ বানাতে তৃনমূলের নেতাকর্মীদের নিয়ে সাংসদ রুহুল আমীন মাদানীর নির্বাচনকে কেন্দ্র করে অক্লান্ত পরিশ্রম ত্রিশালের প্রতিটি ইউনিয়ন আজ মুখরিত প্রাণবন্ত।
দীর্ঘদিন কমিটি বিহীন নেতৃত্ব শূন্য ত্রিশালে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আবারও প্রাণ ফিরে পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একনেতা বলেন- এর ধারা অব্যাহত রাখতে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগের এ দূর্গে আঘাত হানতে আর যেন কোন বহিরাগত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ইংরেজি বনিকদের আবির্ভাব না ঘটে।
এ বিষয়ে সাংসদ রুহুল আমীন মাদানীর (এম.পি) সাথে কথা বললে তিনি বলেন- দলীয় শৃঙ্খলা রক্ষার্থে সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীদের নির্বাচিত করতে বিদ্রোহী ঠেকাতে কাজ করছি। আমি আশাবাদী যে বিদ্রোহীরা দলের এবং দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচনে কাজ করবেন।