আধুনিক ও পরিকল্পিত ওয়ার্ড গঠনে তালা মার্কায় ভোট চাইঃআওলাদ হোসেন।
আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আওলাদ হোসেনকে বুধবার (২৭ অক্টোবর) রিটার্ণিং অফিসার তাকে তালা প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পাবার পরে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে বলে আওলাদ হোসেন বলেন,আমি আমার ৭ নং ওয়ার্ড এর উন্নয়নের জন্য বিগত বছরগুলোতে মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম। আমার অর্থ-বিত্ত শক্তি নেই তবে মানুষের ভালবাসা রয়েছে। আশা করি ১১ নভেম্বর তালা মার্কায় ভোট দিয়ে জনগণের ভালবাসার প্রতিফলন ঘটাবেন ।
বুধবার সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, গোগনগর, আলীরটেক, এনায়েতনগর; বন্দর উপজেলার বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মুছাপুর, মদনপুর এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৬ জন। অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।