আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা থানা পুলিশের উদ্যোগে “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্যকে সমানে রেখে সারা দেশের ন্যায় বর্ণাট্য বিভিন্ন কর্মসূচী ও ব্যাপক জনসমাগমে কমিউনিটি পুলিশং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশাল র্যালি শেষে কলমাকান্দা থানা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, সহকারী কমিশনার (ভুমি) অমিত রায়,কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল আলী বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, পূজা উদ্যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস প্রমুখ।
এসময় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, মুজিব বর্ষে পুলিশের সেবা জনগণের দৌড়গোঁড়ায় পৌঁছে দেয়া সহ সকলের জান-মালের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ তার বলিষ্ট ভুমিকায় অনড় থাকবে। পুলিশ সত্যিকার ভাবে জনগণের বন্ধু হয়েই থাকবে।