বন্দর প্রতিনিধি: করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয় না এমপি সেলিম ওসমানের। তিনি সেখানে গেলেই ‘দাদু’ ডাকেন শিক্ষার্থীরা। তিনি জবাব দেন ‘নাতি’ বলে। করোনার সেই ভয়াবহতার পর বৃহস্পতিবার ২৮ অক্টোবর বন্দরে নবীগঞ্জ গার্লস স্কুলে যান সেলিম ওসমান। তাঁকে কাছে পেয়ে সেলফিতে মেতে উঠেন শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং তাঁর পারিবারিক অর্থায়নে বন্দরে নবীগঞ্জ গালর্স স্কুলে নবনির্মিত মিসেস নাসরিন ওসমান ভবনের উদ্বোধন করা হয়েছে। জরাজীর্ন ও ঝুকিপূর্ণ অবস্থা থাকা স্কুলটি রক্ষার্থে এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যত্র স্থানান্তর করতে জমি ক্রয় থেকে শুরু নতুন ভবনটি নির্মাণ এবং যাবতীয় আসবাবপত্র প্রদানের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে মোট ৫ কোটি ২লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর উক্ত ভবনটির উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় তিনি আগামী নভেম্বর মাস থেকে শিক্ষার্থীরা নতুন ভবনে ক্লাস শুরু করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। এ সময়ের আগেই স্কুলের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর দেয়াল নির্মাণ সম্পন্ন করতে তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান মুকুলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে তাগিদ দিয়েছেন।
উদ্বোধন হওয়া মিসেস নাসরিন ওসমান ভবনটি ৫ হাজার ৩০০ স্কয়ার ফিট জমির উপর ৬ তলা ফাউন্ডেশনের ৩ তলা পর্যন্ত নির্মিত হয়েছে। ভবনটিতে শিক্ষার্থীদের জন্য ১৮টি শ্রেণীকক্ষ সহ আধুনিক সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। উক্ত ভবনটির পাশেই এমপি সেলিম ওসমানের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারী অর্থায়নে ৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে আরো একটি ৬ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। যা আগামী জুন মাসের মধ্যে উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন এমপি সেলিম ওসমান। উক্ত স্কুলটি ভবিষ্যতে স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।