বন্দর প্রতিনিধি:
মদনপুর ইউনিয়ন আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তথা দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী একজন উড়ে এসে জুড়ে বসে শান্ত মদনপুরকে অশান্ত করার পায়তারা করছে। এই উত্তরাঞ্চলকে শোষণ করে জনপ্রতিনিধি হতে চায়। উনি তো মুরাদপুরের বাসিন্দা। কিন্তু তিনি তার জন্মভূমিকে অস্বীকার করেছে। যে লোক নিজের মাতৃভূমিকে অস্বীকার করতে পারে ওনি জনগনের জন্য কি করতে পারে। আমি মদনপুরের সন্তান। একজন মায়ের থেকে মাষি কখনো বেশি ভালোবাসতে পারে না। অতএব দালাল হতে সাবধান। দালালদের খপ্পরে পড়ে নিজের মূল্যবান ভোটটি নস্ট করবেন না।
মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দীর্ঘ দশটি বৎসর আপনাদের সেবায় নিজেকে গোলাম করে রেখেছিলাম। সর্বদা চেষ্টা করেছি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করতে।গরিব-দুঃখিদের পাশে থেকে কাজ করতে। জানি না কতটুকু পেরেছি।আমার সকল ধ্যান-জ্ঞান মদনপুরকে ঘিরে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পর আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সকল ভুল ত্রুটির অবসান ঘটিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারব।
বন্দর থানা আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম আলীনূর, এফ আর দেলোয়ার হোসেন, আমান উল্লাহ আমান, রফিক, সেলিম, শফিকুর রহমান মেম্বার, রাসেল মিয়া, মহিদুল ইসলাম, হাফেজ পারভেজ হাসান।
সঞ্চলনা করেন মোঃ মনোয়ার হোসেন।