স্টাফ রিপোর্টার: আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব চেয়ে আলোচিত কানাইনগর ও রামনগর গ্রামের সমন্বয়ে গঠিত ৬ নং ওয়ার্ড।আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ৮ জন্য। তারা হচ্ছে বর্তমান মেম্বার রাসুল চৌধুরী,আব্দুল হালিম, আক্তার হোসেন, আবু সাঈদ রিঙ্কু, সাখাওয়াত হোসেন,আলী কাওসার, দিলু,জামাল।
একই ওয়ার্ডে এত প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে চলছে নানান গুঞ্জন। তাছাড়া ভোটাররাও সিদ্ধান্তহীনতায় ভুগছে। এইসব বিষয়কে খেয়াল রেখে এলাকাবাসীদের নিয়ে কানাইনগর পশ্চিমপাড়া পঞ্চায়েত ও কানাইনগর পঞ্চায়েত কানাইনগর এর মেম্বার প্রার্থীদের একসাথে বসার আহ্বান জানিয়ে সভার আয়োজন করে।২৫ অক্টোবর (সোমবার) কানাইনগর পঞ্চায়েতের আহবানে আসে আক্তার হোসেন, রহমান ওরফে আব্দুল হালিম। গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত হয়নি মেম্বার প্রার্থী রাসেল চৌধুরী।এতে পঞ্চায়েতের সদস্যরা অপমানিত হয়েছে বলে জানান।
আগামীদিনের কানাইনগর এর উন্নয়নের জন্য কানাইনগর পঞ্চায়েত রহমান ওরফে আব্দুল হালিমকে সমর্থন এবং তার জয়ের জন্য কাজ করবেন বলে জানান।
উক্ত অনুষ্ঠানে পঞ্চায়েতের সদস্যরা জানান, গ্রামের স্বার্থে কানাইনগর এর প্রার্থীদের ডেকেছিলাম। কেননা আমাদের গ্রামে এবার প্রার্থীর সংখ্যা অনেক, সব ভোটাররা সিদ্ধান্তহীনতায় ভুগছে। ভোটারদের কথা চিন্তা করে আমরা চেয়েছি কানাইনগর থেকে একজন প্রার্থী দেওয়ার জন্য। তাই আমরা কানাইনগর পঞ্চায়েতের পক্ষ থেকে কানাইনগরের ৩ জন প্রার্থীদের ডেকেছি এবং রহমান ওরফে হালিমকে সমর্থন জানাই।রাসেলকে এলাকার উন্নয়নের স্বার্থে দুইবার সুযোগ দিয়েছি এবং সকলে মিলে নির্বাচিত করেছি।হালিম খুব ভালো মানুষ। সে সব সময় এলাকায় সব ভালো কাজের সাথে জড়িত থাকে, তারে একবার এলাকার সেবা করার জন্য সুযোগ দিলে সে সবার মন জয় করবে বলে আশা করছি।পঞ্চায়েতের সিদ্ধান্তকে সমর্থন জানান মেম্বার প্রার্থী আক্তার হোসেন।
এইদিকে মেম্বার প্রার্থী রহমান ওরফে হালিম বলেন,রাসেল মেম্বার নির্বাচিত হওয়ার আগে কথা দিয়েছিল যদি আমার পরিবার থেকে আমি বা অন্য কেউ এই গ্রাম থেকে মেম্বার প্রার্থী হয় তাহলে রাসেল নিজ ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াবে। কারণ আমরা রাসেল মেম্বারকে দুইবার সুযোগ দিয়েছি এই এলাকার সেবা করার জন্য।
এই গুরুত্বপূর্ণ সভায় মেম্বার প্রার্থী রহমান উরফে হালিমকে সমর্থন জানায় ভারপ্রাপ্ত কানাই নগর পঞ্চায়েত প্রধান নাজির হোসেন, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মাদবর, ফেরদৌস রহমান মাদবর,খোরশেদ আলম মাস্টার মাদবর, শহীদুল্লাহ মাদবর,মোতালেব মাদবর।কানাইনগর পশ্চিমপাড়া পঞ্চায়েত প্রধান জাকির হোসেন, আলাউদ্দিন বারী, নুরুল মাদবর, আব্দুল্লাহ মাদবর,গিয়াসউদ্দিন মাদবর।
সভায় নিরপেক্ষভাবে উপস্থিত ছিলেন শিরি মিয়া মাদবর,মুল্লুক চান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
স্থানীয়রা আরো জানান,কানাইনগর পঞ্চায়েত ও কানাইনগর পশ্চিমপাড়া পঞ্চায়েতের সকল সদস্যদের নিয়ে রহমান উরফে হালিম মনোনয়নপত্র দাখিল করেন।