ইংরেজী নববর্ষ ২০২৫ উপলক্ষে ফতুল্লার সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফয়সাল উদ্দিন রুপম।
এক শুভেচ্ছা বার্তায় স্বেচ্ছাসেবক দল নেতা রুপম জানান, নতুন বছরের আগমনে ফতুল্লার প্রতিটি মানুষের জীবনে সুখের বার্তা বয়ে আনুক। সব গ্লানির অবসান ঘটুক। তিনি আরো জানান, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনে অতীষ্ঠ ছিলো দেশবাসী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। এখন দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে দেশব্যাপী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীরা কাজ করছে। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেনা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে মাদক, সন্ত্রাস, চাদাবাজমুক্ত ফতুল্লা গড়তে কাজ করছি। পরিশেষে আবারো ফতুল্লাবাসী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।