নলুয়া এলাকাবাসী সামাজিক সংগঠন এর উদ্দ্যেগে স্বৈরাচার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত সকল শিক্ষার্থীকে এলাকাবাসীর পক্ষ থেকে বিজয় সংবর্ধনা ও সম্মান প্রদর্শন করা হয়েছে।
৯ই আগস্ট (শুক্রবার) সকাল ১০ টায় কাজী বাড়ী অফিসের পাশে নলুয়া রোডে নলুয়াবাসী সামাজিক সংগঠনে আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বৈরাচার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা।
আয়োজকবৃন্দ জানান,আমরা ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া ও আহত শিক্ষার্থীদের বিজয় সংবর্ধনাটা সুন্দর ও স্বার্থকভাবে মিলাদ ও দোয়া আয়োজনের মাধ্যমে করতে পেরেছি।তারা আরো জানান,কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কোটা সংস্কার ও তৎপরবর্তী সরকার পতনের এক দফা আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কবি জনাব সেলিম ভুইয়া,অ্যাডভোকেট মো: কাজি সেজান,শুক্কুর মাহামুদ জুয়েল,শাহাদাৎ হোসেন( লিমন), মো: সফিউল আলম,মো: বাবু,মো আরমান,মো: সিফাত,মো:সেন্টুসহ আরো অনেকে।