পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোগনগর তথা নারায়ণগঞ্জ সদর থানাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বনামধন্য ও প্রথিতযশা সামাজিক সংগঠন “জাগ্রত গোগনগর”।
এক শুভেচ্ছা বার্তায় জাগ্রত গোগনগরের সভাপতি মোঃ ইব্রাহিম ও সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন, ঈদুল আজহা আমাদের ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা দেয়। যে শিক্ষা গ্রহনে বর্তমান সমাজে হিংসা বিদ্বেষ ও হানাহানির অবসান হতে পারে। আমারা প্রত্যেকটি মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে আহবান জানাচ্ছি। পাশাপাশি ঈদের আনন্দ ছড়িয়ে অনুরোধ করছি।
তারা আরো বলেন, “জাগ্রত গোগনগর” সংগঠনটি আর্ত মানবতার সেবার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিলো, সদস্যদের নিজ অর্থায়নে সুদক্ষ কমিটির মাধ্যমে এসংগঠন নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শতভাগ ধর্মীয় বিধিনিষেধ মেনে পশু কোরবানির পাশাপাশি কুরবানী পরবর্তী পরিবেশ বিনষ্ট ঠেকাতে গোগনগরবাসীকে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি। কুরবানীর পরে কুরবানির বর্জ্য পরিস্কারসহ আশেপাশে এলাকা আবর্জনামুক্ত রাখতে জনগনকে অনুরোধ করছি। সেই সাথে জাগ্রত গোগনগর সবসময় গোগনগরসহ সদর থানাবাসীর পাশে থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে- এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে জাগ্রত গোগনগরের সকল সদস্যদের পক্ষ থেকে গোগনগরসহ সদর থানার প্রত্যেকটি জনগনকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।