দেশে হাহাকার দূর্ভিক্ষ চলছিলো ও দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছিলো ঠিক তখনি আমাদের নেতা জিয়াউর রহমান হাল ধরেছিলো গোলাম ফারুক খোকন
৩০ মে ২০২৪ইং মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের একটা আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বি এন পির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বি এন পির সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক খোকন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বি এন পির সভাপতি জনাব এড. মাহফুজুর রহমান হুমায়ুন,
সাধারণ সম্পাদক জনাব বাছির উদ্দিন বাচ্চু
বিএনপির আলোচনায় সভাপতিত্ব বক্তব্যে জেলা বি এন পির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংশ হয়েছিলো-বাংলাদেশের ব্যাংকগুলোতে লুটপাট হয়েছিলো-আইনশৃঙ্খলার অবকাঠামো ভেঙ্গে পড়েছিলো-যখন সংবাদপত্রের স্বাধীনতা ছিলো না -দেশে হাহাকার দূর্ভিক্ষ চলছিলো ও দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছিলো ঠিক তখনি আমাদের নেতা জিয়াউর রহমান হাল ধরেছিলো। আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। শহিদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি আজকের দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
মাহফিল থেকে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে গিয়াসউদ্দিনের তিনি নি:শর্ত মুক্তি দাবি করেন।