ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের অন্ধকারে ঘর ভেঙ্গে ব্যাপক লুটপাট চালিয়ে জামাল উদ্দিন বারীর জমি দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় ভূমি দস্যুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া করলে ভূমি দস্যুরা পালিয়ে যায়। শনিবার রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর কাচা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে এঘটনায় ফতুল্লা থানায় ৮জনের নাম উল্লেখ করে আরো ৯জনের বিরুদ্ধে মামলা করেছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন বারী। মামলায় উল্লেখ করা হয়, বক্তাবলীর কানাইনগর কাঁচা বাজারের কাছে জামাল উদ্দিন বারীর ক্রয়কৃত ৩০ শতাংশ জমিতে রাস্তার পাশে ৪টি দোকান ঘর নির্মান করে তা ১০ বছর ধরে ভাড়া দিয়েছেন। শনিবার রাত ১০টায় স্থানীয় ভূমিদস্যু সুলতান মাহমুদ, শওকত মিয়া, ইব্রাহীম,মনির হোসেন, মোকলেছুর রহমান, নাসির উদ্দিন, রিকু ইসলাম ও আলী মিয়াসহ তাদের দলবল নিয়ে জামাল উদ্দিন বারীর একটি দোকান ঘর ভাংচুর করে প্রায় ৮লাখ টাকা মূল্যের সব মালামাল লুট করে নিয়ে যায় এবং ওই জমি জবরদখল করার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জামাল উদ্দিন বারী জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের Part তাদের একাধীকবার শালিশ করিয়েছি। পূর্ব শত্রুতার জের ধরে তারা জোর করে আমার জমি দখল করতে চায়। নয়তো তাদের চাঁদা দিতে হবে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় কয়েকদিন পরপরই আমার জমিতে গিয়ে নানা ভাবে আমাকে প্রান নাশের হুমকি দেয়। তাদের বিরুদ্ধে থানায় এ পর্যন্ত একাধীকবার জিডি করেছি। এলাকার আরো অনেক মানুষের জমিতে তারা একইভাবে দখলবাজি চালাচ্ছে। কেউ কেউ থানায় অভিযোগ করলেও অনেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায়না। অদৃশ্য কারণে এরা সব পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় দিন তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।