বাবু হত্যা মামলার আসামীদের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
(মঙ্গলবার)১৪ নভেম্বর নারায়নগঞ্জের বক্তাবলীর কানাইনগরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলায় নারায়নগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতে রিমান্ড আবেদন করলে বাবু হত্যা মামলার গ্রেফতার করা আসামীদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে ১৮ই সেপ্টেম্বর বাবু হত্যা মামলার ১৭ আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত ৪ আসামী হলেন নাজমুল,আলাল,দেলোয়ার ও হোসেন।এদিকে বাবু নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আরো ৬ জন আসামী কারাগারে রয়েছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ম আদালতে হাজির হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বক্তাবলীর বাবু হত্যার ৬ আসামি আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
কারাগারে যাওয়া আসামীরা হলো আবদুর রহমান হালিম, রাকিব, রাকায়েত, আরিফ, মুন্নাফ, মোতালেব। তারা সকলেই বাবু হত্যা মামলার এজারভুক্ত আসামি। ১৭ আসামীর মধ্যে এখন পর্যন্ত ১০ জন আসামী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এদিকে ১৪ নভেম্বর সেই ১০ আসামীর সকলকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মামলা সূত্রে জানা যায়,গত ২ রা সেপ্টেম্বর (রবিবার) জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিচার শালিসে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে নিহত হয় বাবু নামের এক যুবক এই ঘটনায় আরো ৮ জন আহত হয় বলেও জানায় যায়।
ঘটনার পর নিহত বাবুর বোন মৌসুমী বাদী হয়ে ১৭ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন