বিএনপি নেতা রাজু হায়দারের বড় ভাই যুবদলনেতা ডালিম আর নেই
ফতুল্লা থানা বিএনপি নেতা রাজু হায়দারের বড় ভাই, এনায়েতনগর ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রেজাউল হায়দার ডালিম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর, তিনি দুই ছেলে সন্তানের জনক। তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির পাশাপাশি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
ডালিমের ছোট ভাই ফতুল্লা থানা বিএনপি নেতা রাজু হায়দার বিপি নিউজকে জানান, আজ সকাল ৮ টার দিকে নগরীর কলেজ রোডের বাসায় হৃদরোগ আক্রান্ত হন ডালিম ভাই, পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রেজাউল হায়দার ডালিমের মৃত্যুতে তার স্ত্রী, সন্তান, পিতামাতাসহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়েছেন জেলা ও ফতুল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে মরহুমের জানাযার নামাজ বাদ আসর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।