কাসেম সম্রাট ও ফয়সালের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ মিথ্যা ও বানোয়াট.
টেন্ডার না পাওয়ায় কয়লাঘাট ও ফেরীঘাটের বৈধ ইজারাদারকে শুল্ক আদায় করতে দিচ্ছে না নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগের সভাপতি কাশেম সম্রাট ও তার ভাই ফয়সাল যার কারনে নারায়ণগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী, এই তথ্যের ভিত্তিতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সদর থানায় লিখিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেছেন কাশেম সম্রাট ও তার ভাই ফয়সাল।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন কয়লাঘাট ও ফেরীঘাটে জোর পূর্বক চাঁদা আদায়ের অভিযোগের ব্যাপারে কাসেম সম্রাট জানায়, একটা পক্ষ আমাদের সামাজিক,রাজনৈতিক ও স্থানীয় ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মিথ্যা বানোয়াট তথ্য সাংবাদিক ও প্রশাসনকে দিয়ে আমাদের হয়রানি ও হেয় করার চেষ্টা করছে।চাদাবাজির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এরকম তথ্য যারা দিয়েছে তাদের তীব্র নিন্দা জানাই এবং একই সাথে যারা আমাকে ও আমার ভাইকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
শুল্ক আদায়ে বাধা ও মারধরের ব্যপারে কাসেম সম্রাটের ভাই ও যুবলীগ নেতা ফয়সাল জানায়,আমরা কোনরূপ শুল্ক আদায়ে বাধা প্রদান করিনি,মূলত একটা মিউচুয়াল এর মাধ্যমে এই ঘাটের টোল আদায় ও পরিচালনা হয়ে আসছে।এখানে চাদাবাজি কিংবা বাধা এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এগুলো সম্পূর্ণ মিথ্য,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘাট নিয়ে যে সামান্য একটা বিষয় আছে তা আমরা স্থানীয় গন্যমান্য লোকজন,প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র সহায়তায় প্রায় মিমাংসা করে ফেলেছি।
মারধরের ঘটনা ও প্রকাশিত সংবাদের ব্যাপারে ফয়সাল বলে, এরকম কোন ঘটনা আমার জানা নেই,কারন ঘটনা ঘটেনি তো জানবো কিভাবে? আর নিউজের যে ব্যাপারটা একটা কূ-চক্রীমহল আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সুনাম ক্ষুন্ন করতে চাচ্ছে। আসল ঘটনা না জানিয়ে মিথ্যা ঘটনা ও তথ্য দিয়ে বিষয়টি অন্য দিকে ঘুরানোর চেষ্টা করছে। আমি আমাদের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ ও প্রকাশিত বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে আমাদের যারা সামাজিক ও রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি।
উল্লেখ্য যে গত কয়েকদিন যাবত নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সভাপতি কাসেম সম্রাট ও তার ভাই যুবলীগ নেতা ফয়সালের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন কয়লাঘাট ও ফেরীঘাটে জোর পূর্বক চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ইজারাদার তাইজুদ্দিন আহমেদ বিআইডব্লিউটিএ’র বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এই সংবাদ গুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবী করছে কাসেম সম্রাট ও ফয়সাল।