বাবু হত্যা মামলার আসামী হোসেন গ্রেফতার
নারায়নগঞ্জের বক্তাবলীর চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার আরেক আসামী হোসেন কে গ্রেফতার করা হয়েছে।এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাবু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলাম জানায়, রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকার রামপুরা থেকে অভিযান চালিয়ে বাবু হত্যা মামলার ৮ নাম্বার আসামী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ১৮ তারিখ নারায়ণগঞ্জ থেকে আরো ৩ জন আসামী নাজমুল,আলাল ও দেলোয়ার কে পুলিশ এবং র্যাব যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৮ আসামীর ৪ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
উল্লেখ্য যে গত ২ রা সেপ্টেম্বর (রবিবার) জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিচার শালিসে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে নিহত হয় বাবু নামের এক যুবক এই ঘটনায় আরো ৮ জন আহত হয় বলেও জানায় যায়।
ঘটনার পর নিহত বাবুর বোন মৌসুমী বাদী হয়ে ১৭ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।