ছাত্রলীগের গঠনতন্ত্র কে বৃদ্ধাঙ্গুলি দেখালো রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের ২০ সদস্যের কমিটি অনুমোদন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। গত ২৪/৯/২৩ ইং তারিখে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ এবং সাধারণ সম্পাদক মো মাছুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা হয়।
উক্ত কমিটি তে আল আমিন মিয়া কে সভাপতি এবং আকাশ ভূইয়া নিলয় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভাপতি আল আমিন মিয়া র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয় যে, ছাত্রলীগের গঠনতন্ত্রের তোয়াক্কা না করে আল আমিন মিয়া কে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে, অভিযোগ উঠেছে নব নির্বাচিত সভাপতি আল আমিন মিয়া যার বয়স ৩০ বছর তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে।তাছাড়া বর্তমানে তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। আল আমিন মিয়া যে বিবাহিত সম্প্রতি তার একটি ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তার শ্বশুর গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা গ্রামের খোকন মিয়া কে বলতে শোনা যায় যে তার মেয়ের জামাইয়ের নাম আল আমিন, শুধু তাই নয় আল আমিন মিয়া পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। সব কিছু জানার পরে ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের গঠনতন্ত্র কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য যে বর্তমান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ন এবং তারা দীর্ঘ ৪ বছর যাবত উপজেলা ছাত্রলীগের পূনার্ঙ্গ কমিটি গঠনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।