স্বপন চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানালো যুবলীগ নেতা কাজল চৌধুরী
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজল চৌধুরী।
এক শোক বার্তায় যুবলীগ নেতা কাজল চৌধুরী বলেন, খন্দকার লুৎফর রহমান স্বপন একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন, তিনি দীর্ঘদিন ফতুল্লার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নে আমৃত্যু নিরলসভাবে কাজ করেছেন। স্বপন চেয়ারম্যানের হাতেই
ফতুল্লা ইউনিয়নের বড় বড় সব উন্নয়ন কাজ হয়েছে।
কাজল চৌধুরী আরো বলেন, খন্দকার লুৎফর রহমান স্বপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার জননেতা আলহাজ্ব শামীম ওসমানের কর্মী হিসেবে ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে ফতুল্লার রাজনীতিতে অপুরনীয় ক্ষতি হয়েছে, ফতুল্লার জনগন হারিয়েছে একজন প্রকৃত সেবক।
খন্দকার লুৎফর রহমান স্বপনের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানায় কাজল চৌধুরী।