সামিউন সিনহাকে সভাপতি, মোঃ মাজেদুল ইসলাম রিমিকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ বছরের জন্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে এম শহিদউল্যা ও সাংগঠনিক সচিব ফরিদউদ্দীন আহম্মদ রতনের যৌথ স্বাক্ষরে গত ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার নতুন কমিটির এ অনুমোদন দেয়া হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি সামিউন সিনহা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে দায়িত্বরত আছেন পাশাপাশি ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ত থেকে সমাজহিতৈষী কাজে জড়িত রয়েছেন এবং সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
এ বিষয়ে যৌথ বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের কাছে সামিউন সিনহা ও মাজেদুল ইসলাম রিমি বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জের তরুন সমাজের দিক নির্দেশক একেএম অয়ন ওসমানের প্রতি, যার অনুপ্রেরণায় রাজনীতি শিখেছি এবং এখনও করে যাচ্ছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রতিটি কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি’।