মাদক ও অন্যায়ের বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:মাহমুদুল হাসান
মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মধ্যনগর আদর্শ সমাজ কল্যান সংসদের সভাপতি মাহমুদুল হাসান।
শুক্রবার(২১) জুলাই নারায়নগঞ্জের বক্তাবলীর মধ্যনগরে অনুষ্ঠিত মধ্যনগর ক্রীড়া সংঘ শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি, অন্যায়,অবিচার,সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।বিশেষ করে মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক একটি জাতীয় সমস্যা। যুব সমাজ কে মাদকের হাত থেকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মাহমুদুল হাসান আরো বলেন, আমাদের এলাকার মানুষ সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করেন। কিন্তু কিছু খারাপ মানুষ মাদক গ্রহণ করেন এবং মাদক বিক্রি করেন। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক নির্মূলে আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে এবং আইন ও প্রশাসনের সহায়তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে তাহলেই সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল সম্ভব।
এসময় তিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ দিয়ে উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের এলাকার যুবকেরা খুবই নম্র,ভদ্র একই সাথে তারা মেধাবী ও পরিশ্রমী তোমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উন্নতি করতে হবে এবং এলাকার জন্য শুনাম অর্জন করে নিয়ে আসতে হবে। আরেকটি কথা সবাইকে আজ থেকে সপথ নিতে হবে নিজে মাদক গ্রহণ করব না, অন্যদের গ্রহণ করতে দেব না। মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই পরিবার ও সমাজ ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় তিনি উপস্থিত অতিথি ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান যুব সমাজ যাতে করে মাদকের দিকে না যায়, সে বিষয়ে সুস্থ বিনোদন, বইপড়া ও খেলাধুলায় তাদের উৎসাহিত করতে হবে ও এসবের ব্যবস্থা করে দিতে হবে এবং আমাদের ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে,কি করছে,কার সাথে চলছে এ বিষয়ে নজর রাখতে হবে।
মধ্যনগর ক্রীড়া সংঘ আয়োজিত উক্ত অনুষ্ঠানে রাজু শাহ বেপারী ও শামীম সিকদাররে সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ও ২নং ওয়ার্ড সদস্য আকিলউদ্দিন সিকদার,৩নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন ভুঁইয়া,ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি মো: বরকতউল্লাহ, ফতুল্লা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহম্মেদ রাজু, মধ্যনগর সমাজকল্যান উন্নয়ন সংস্থা’র মাসুদ পারভেজ,বিশিষ্ট সমাজসেবক রবিন সিকদার,বক্তাবলী পরগণা রক্তদান সংস্থা’র সভাপতি মো:মহিউদ্দিন সহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।