কয়েকদিনের বর্ষনে তলিয়ে যায় ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লালপুর-পৌষাপুকুর এলাকার রাস্তা ঘাট।
অধিকাংশ বাড়ীর ভিতরে ঢুকে গেছে পানি। রাস্তাগুলোতে কোমর সমান পানি। ময়লা পানিতেই রিক্সার পরিবর্তে রাস্তাগুলোতে চলে ভ্যানগাড়ী। বছরের পর বছর ডিএনএর সমস্যায় এলাকাবাসীর ক্ষোভ।নারায়ণগঞ্জ (ডিএনডি) বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতা নিরসনে লালপুর-পৌষাপুকুর পাড়বাসীর দূর্দাশা সরজমিনে দেখতে ময়লা-নোংরা হাটু সমান পানি নামেন শামীম ওসমান।
৭ জুলাই শুক্রবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ীস্থ পারিবারিক মিলনায়তনের মাঠে (ডিএনডি)এর বিষয়ে বক্তব্য রাখেন শামীম ওসমান।স্থানীয়বাসীদের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করতেই ময়লা পানিতে সরজমিনে দেখতে ছুটে গিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
ফতুল্লার ময়লা পানিতে এমপি শামীম ওসমান এই শিরোনামের সংবাদ ইতিমধ্যে ভাইরাল।পিতার (শামীম ওসমান) ময়লা পানি দিয়ে হেঁটে গিয়ে ফতুল্লাবাসীর দুঃখ দুর্দশা দেখার ভিডিও দেখে ডিএনডি প্রজেক্ট এবং এই প্রজেক্ট নিয়ে নোংরা রাজনীতির বিষয়ে নিজের মতামত ফেসবুক পোস্টে তুলে ধরেন এমপি পুত্র অয়ন ওসমান।
অয়ন ওসমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন,আব্বুর (এমপি শামীম ওসমান) এই ভিডিও দেখে হঠাৎ মনে পড়লো যে ২০১৬ ডি এন্ড ডি প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার পূর্বে ।
এই জলাবদ্ধতায় আমি নিজে নেমেছিলাম কোন, রাজনীতিক উদ্দেশ্যে না,জনগণের কষ্ট উপলব্ধি করায়, জনগণের স্বার্থে, আজ ডি এন ডি প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার পর আমাদের মাননীয় এমপি মহোদয় আমার বাবা ঠিক এই কারনে এই পানিবদ্ধ এলাকায় স্ব শরীরে উপস্থিত হয়েছেন।
আজকে যারা ১২ বছর পর ঘর থেকে বের হয়ে এই বিষাক্ত পদার্থ পানি অপসারণ নিয়ে অপরাজনীতি বা অপপ্রচার করছেন ওনাদের একটু মনে করাতে চাই এই ডিএনডি প্রকল্পের সমাধান ও বাস্তবায়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবার হাতে উপহার দিয়েছে নারায়ণগঞ্জবাসীকে।
যেটার কাজ মহামারী উপেক্ষা করেও চলমান ছিল। অতএব নির্বাচনের স্বার্থে যারা এই মানুষের এই ভোগান্তি প্রতিকার নিয়ে নোংরা রাজনীতি করছেন মাথায় রাখবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হওয়ার সত্বেও আপনারা এই পানিতে নামেন নাই এবং ২০০১ সনে যেই সরকার ক্ষমতায় আসছিল ওই সরকারও এইরকম কোন প্রকল্প তৈরি করে যায়নি। তখন এরা বংশগতভাবে আশেপাশের বিল,ক্ষেত,জমি দখলে ব্যস্ত ছিল। অতএব মানবিক কারণে অনুরোধ করছি নিজেদের নোংরা রাজনীতির সাথে মানুষের শান্তির উপায় বাধাগ্রস্ত করবেন না।