রাসেল আদিত্য,বিপি স্পোর্টস ডেস্ক।।
কেবল ইতালীয়রাই বিশ্বাস করেনি আজকের ফাইনাল
ম্যানসিটিই জিততে চলেছে।এছাড়া পৃথিবীর সকল বেটিং সাইট,ফুটবল বোদ্ধা সবাই আগেই সিটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিলো।শেষ পর্যন্ত তাই হয়েছে।৬৮ মিনিটে রদ্রির দেওয়া একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে বহু আরাধ্য চ্যাম্পিয়ন্সলীগ শিরোপা জিতেছে পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি।আগেই ইংলিশ লীগ,এফএ কাপ জিতে ট্রেবল জয়ের দুয়ারে দাঁড়িয়ে থাকা সিটি চ্যাম্পিয়ন্সলীগ শিরোপা জিতে ট্রেবল জয়ীদের এলিট ক্লাবে যোগ দিলো।ইতিহাসে যা এর আগে নয়টি ক্লাব এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিলো।
খেলার ধারা অনুযায়ী ইন্টার মিলান জিতে গেলে অবাক হবার কিছু ছিলোনা।কাউন্টার এ্যাটাক কৌশলে খেলে শট অন টার্গেটে ইন্টারের ১৪ শটের বিপরীতে সিটির শট ছিলো ৭ টি।রবার্তো সিলভার এসিষ্ট থেকে ৬৮ মিনিটে রদ্রির শটটাও ঐ সাতটির একটি ছিলো।ওটাই গোল হয়েছে আর শেষ পর্যন্ত শিরোপা নির্ধারন করে দেয়।
“এটি একটি স্বপ্ন সত্য।এই সব ছেলেরা (গ্যালারী দেখিয়ে)কত বছর অপেক্ষা করছে আমি জানি না।কেউ কেউ ৩০ বছর অপেক্ষা করছেন।গত বছর আমরা খুব কাছাকাছি ছিলাম।কিন্তু পারিনি,এবার পেরেছি।” নিজের প্রতিক্রিয়ায় বলেছেন রদ্রি।
ম্যানসিটি বস পেপ গার্দিওলা বলেছেন,”এটা সহজ ছিল না।আমরা কি দূর্দান্ত একটি দলের সম্মুখীন।যেভাবে তারা প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ করেছে তা অবিশ্বাস্য।তারা একটি দুর্দান্ত দল।আমি আমার ছেলেদের সম্পর্কে ভুলতে চাই না,তারা সবকিছু দিয়েছে।এটি সবার কাছ থেকে একটি অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল।এবং আমরা পেরেছি।”
ফুটবল শেষ পর্যন্ত বিজয়ীদের মনে রাখে।নইলে ইন্টার মিলানও কম যায়নি।কেবল গোলটিই পাওয়া হয়নি।তাই
ইতালিয়ান আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো।