‘জেড এন আইটি স্যালুশন’ এর সত্ত্বাধিকারী ও ওসমান পরিবারের সন্তান ইমতিনান ওসমান অয়নকে কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি এসেছে ১০ জন ব্রডব্যান্ড ব্যবসায়ীর পক্ষে।
৫ জুন ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা নারায়ণগঞ্জের (বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত) ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবসায়ীরা সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা বহু বছর ধরে নারায়ণগঞ্জে ইন্টারনেট সেবা প্রদান করে আসছি। কিন্তু অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ও এলাকা ভিত্তিক নানা প্রতিকূলতাকে আমাদের মোকাবেলা করতে হোত। প্রযুক্তি নির্ভর এই ব্যবসায়ীক সেক্টরে ‘জেড এন আইটি স্যালুশন’ এর সত্ত্বাধিকারী ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ইমতিনান ওসমান অয়নের আগমনের পর থেকে এই সেক্টরে ব্যবসার একটি সুষ্ঠ পরিবেশ যেমন বিরাজ করছে, তেমনি অবৈধ ইন্টারনেট ব্যবসার বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণে আমাদের মত প্রকৃত লাইসেন্সধারী ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে শান্তি।
আমরা দ্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে, আমাদের ব্যবসায়ীদের যে কোন সমস্যার ব্যাপারে ইমতিনান ওসমান অয়নের দৃঢ় অবস্থান ও পদক্ষেপ সর্বদাই প্রকৃত ব্যবসায়ীদের পক্ষেই থাকে।
পাশাপাশি আরো উল্লেখ্য যে, অয়ন ওসমান ইন্টারনেট ব্যবসার এই সেক্টরে সংযুক্ত হওয়ার পরে বিভিন্ন ব্যবসায়ীর পাওনা টাকা আদায়ের ক্ষেত্রেও তিনি সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। কোন ব্যবসায়ীকে যদি কোন অবৈধ ব্যবসায়ী বা এলাকা ভিত্তিক কেউ কোন ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করে উনি সেটার বিরুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যার সুফল নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ী পেয়েছেন। বিশেষ করে অবৈধ ও দুর্নীতিমূলক ইন্টারনেট ব্যাবসা তথ্যপ্রযুক্তি খাতে যে চরম বাজে প্রভাব ফেলতে স্বক্ষম, সেই অবৈধ ইন্টারনেট ব্যবসা বন্ধে উনার অবদান ও পদক্ষেপের কারণে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতেও জনাব ইমতিনান ওসমান অয়ন এই সুষ্ঠ ব্যাবসার পরিবেশকে নিস্বার্থ সমর্থন করবেন এবং ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের পাশে থাকবেন।