সিদ্ধিরগঞ্জে সৌখিন ব্যক্তিদের সূলভ মূল্যে মানসম্পন্ন গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে আফসা-আয়াত স্মার্ট জেন্টস পার্লারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৩ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জ ২নং ঢাকেশ্বরী দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার কার্যালয় সংলগ্ন এ.রহমান সুপার মার্কেটের ২য় তলায় জেন্টস পার্লারের শুভ উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী
উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী মৌসুমী বলেন, আমি খুবই আনন্দিত যে এই প্রতিষ্ঠান যাত্রা শুরুটা আমার হাতে। আমি প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত তাদেরকে জানাই অভিনন্দন। তাদের শুরুটাতেই আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ।
সর্বশেষ অভিনেত্রী মৌসুমী ফিতা এবং কেক কেটে আফসা আয়াত স্মার্ট জেন্টর্স পার্লারের উদ্বোধনসহ পার্লারটির সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাট্য কল্যান জোটের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিল (বামাকা)’র সভাপতি দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমদ লাভলু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাষ্টার, ট্যাংকলরী গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর মহাসীন, ট্যাংকলরী মালিক সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা নাট্যকর্মী জোটের মো: শাহজাহান মিয়া ও নারায়ণগঞ্জ নাট্য কল্যান জোটের সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানাসহ আরও অনেকে।
এদিকে আফসা-আয়াত স্মার্ট জেন্টস পার্লারে মুক্তিযোদ্ধাদের ফ্রী চুলকাটা ও সেভ এর ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন জানান, আমরা তথা সিদ্ধিরগঞ্জবাসী নারায়ণগঞ্জ জেলা শহরের খুব কাছাকাছি হলেও যানজটের কারণে শহরে পৌঁছতে আমাদের অনেক সময় লাগে। আমাদের সিদ্ধিরগঞ্জের খুব কমই শীতাতপ নিয়ন্ত্রিত সেলুন রয়েছে। আমি মনেকরি, আমার আফসা-আয়াত স্মার্ট জেন্টস পার্লারটি সিদ্ধিরগঞ্জের মধ্যে সেরা একটি জেন্টর্স পার্লার। এখানে বডি মেসেজ থেকে শুরু করে সব রকম ব্যবস্থা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। তার সেই ঘোষণা থেকেই আমি সিদ্ধিরগঞ্জে একটি স্মার্ট জেন্টস পার্লার করার উদ্যোগ নিয়েছি।আজ সেটা সফল হলো।আমরা কথায় নয়, সেবার মধ্যদিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।
উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ কর্মচারী দ্বারা পরিচালিত সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মানের সব সেবা নিয়ে ২নং ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড, এ রহমান সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় এই জেন্টস পার্লার।