রাসেল আদিত্য,বিপি নিউজ ডেস্ক।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলাদেশ।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ।এর মধ্যে চার জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ।অন্য অঞ্চলগুলোতে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।যা অব্যাহত থাকবে আরো চার থেকে পাঁচ দিন।আজ ২রা জুন শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।খবর ইউএনবির।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী ও সৈয়দপুরের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া, সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলা এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
চলমান তাপপ্রবাহ আরো চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার সকাল ৬টা থেকে আজ দুপুর দুইটা পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস।যা দিনাজপুরের জন্য রেকর্ড।
একে তো তীব্র তাপপ্রবাহ তারউপর যুক্ত হয়েছে লোডশেডিং।যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
বিদ্যুৎ বিভাগ থেকেও আশার আলো দেখা যাচ্ছেনা।
বরং কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন হুমকির মুখে বলে বিভিন্ন জাতীয় দৈনিক খবর প্রকাশ করেছে।