নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন ৩ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
শনিবার (২৭ মে) সকাল ১০:০০ ঘটিকার সময় আলীরটেক ইউনিয়ন পরিষদের মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।
ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং জনসাধারনের উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।উক্ত উন্মুক্তবাজেট সভায় রাজস্ব হিসাবের ৩২,৯৬,০০০টাকা এবং উন্নয়ন হিসাবের ২,৯২,৩৫,৭১৫ টাকার সহ সর্বমোট ৩ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়।
বাজেট ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিটি ইউনিয়নকে আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়ন পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।২০২৩-২০২৪ অর্থ বৎসরে ব্যয়ের ক্ষেত্রে যোগাযোগ খাতে সবচেয়ে বেশী বাজেট ঘোষনা
করা হয়।
বাজেট ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিটি ইউনিয়নকে আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়ন পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।২০২৩-২০২৪ অর্থ বৎসরে ব্যয়ের ক্ষেত্রে যোগাযোগ খাতে সবচেয়ে বেশী বাজেট ঘোষনা করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান এর ব্যক্তিগত অর্থে ব্যপক উন্নয়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সম্রাট আহম্মেদ, সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, হাজ্বী শরীফ হোসেন, ইউপি মেম্বার শাহীন রাজু, রওশন আলী, আব্দুল মান্নান, ওসমান গনি,সোহেল মিয়া,জাকির হোসেন,ফিরোজ মিয়া,আব্দুল ওয়াহাব সরকার,সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।