বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ( বিএমজেএ) এর ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২১ মে) রাজধানীর তোপখানা রোডে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোরসালীন নোমানী।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি গাজী আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফুরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আনন্দ কুমার শীল, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইমুল্লাহ সবুজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দাউদ হাওলাদার নাইম, আল আমিন, এস এম তালুকদার, ইয়াছিন আরাফাত, রুহী প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে মাল্টিমিডিয়া সাংবাদিকতার সম্ভাবনা একই সাথে সাংবাদিকতার নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোরসালীন নোমানী। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গাজী আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফুরকান এছাড়াও অন্যান্য সদস্যগণ আলোচনায় অংশ নেয়।