সিংগাপুরের মেরিনা সাউথ পিয়ারে ফুটবল বাজ বাংলাদেশের গেট-টুগেদার-২০২২ অনুষ্ঠিত।
গত ২৭ নভেম্বর( রবিবার) সিংগাপুরের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেল বক্তাবলী পরগনার জনপ্রিয় ফুটবল গ্রুপ ফুটবল বাজের Football BuZz Get-together in Singapore 2022.
চলছে বিশ্বকাপ ফুটবলের মাস, প্রবাস কর্ম জীবনের ব্যস্ততম সময়ের মাঝে জীবনকে একটু আনন্দময় করে তুলতে ফুটবলবাজ বাংলাদেশ এই আয়োজন করে।ফুটবলপ্রেমীদের মিলন মেলায় এদিন সিংগাপুরের মেরিনা সাউথ পিয়ার হয়ে উঠেছিল এক টুকরো লাল সবুজের বাংলাদেশ।
অনুষ্ঠানে একসাথে কেক কাটা ও রাতের খাবার খাওয়া সব মিলিয়ে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পরেছিলো সকলের মাঝে। দীর্ঘ সময় পর সকলে এক সাথে হতে পেরে আনন্দ উচ্ছাসে সময় কাটায় ফুটবল বাজের সদস্যরা।
অনুষ্ঠানে গ্রুপ এডমিন মডারেটরদের পাশাপাশি উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর অবস্থানরত বক্তাবলী পরগনার সাবেক ফুটবলাররাও। এসময় ফুটবল বাজ বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এনিয়ে এডমিন মডারেটর ও মেম্বারদের মাঝে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ফুটবল বাজ বাংলাদেশের এডমিন মোঃ শাওন,এইচ এম মনির,মিজানুর মীর,তাসিন আহম্মেদ শাহাদাত। এসময় কেক কেটে সবাইকে নিয়ে উদ্বোধন করেন সাবেক ফুটবলার সোহান সরকার।