অনলাইন সংবাদ মাধ্যম BP News এর যাত্রা শুরুর অল্প কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে যুক্ত হয়েছেন দুই লাখের বেশি পাঠক-দর্শক।
https://www.facebook.com/NewsBP24/ ফেসবুক পেজটিতে ১৬ নভেম্বর ২০২২ (বুধবার ) বেলা ১২ টা টা পর্যন্ত অনুসরণকারী ছিলেন ২ লাখ।
বস্তুনিষ্ঠ ও নির্মোহ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে ১ অক্টোবর ২০২০ সালে যাত্রা শুরু করে BP News। সংবাদ পরিবেশনের ব্যতিক্রমী ধরন ও তাৎক্ষণিক তথ্যের নির্ভরশীল প্ল্যাটফরম হিসেবে অল্প সময়ের মধ্যেই বিপুল পাঠকের মনোযোগ কেড়েছে সংবাদমাধ্যমটি।
সেই সঙ্গে নানা ধরনের অডিও ভিজ্যুয়াল কনটেন্ট অনলাইন এই সংবাদমাধ্যমকে দিয়েছে নতুন মাত্রা।
বাংলাদেশ ও বিশ্বের বাংলাভাষী পাঠকের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে এগিয়ে চলাই BP News এর লক্ষ্য।
সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে প্রান্তিক অবস্থানের মানুষটির জন্য তথ্য, বিশেষত ‘সংবাদ’-এর অবাধ প্রবাহ নিশ্চিত করতে চায় BP News টিম ।
এই যাত্রায় পাঠক-দর্শকের আস্থা ও ভালোবাসাই BP নিউজ সবচেয়ে বড় শক্তি। সামনের দিনে বস্তুনিষ্ঠ সংবাদ কনটেন্ট নিয়ে পাঠক-দর্শকের আরও কাছে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটির প্রতিটি কর্মী।