হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুর জেলা যুবলীগের সভাপতি -সম্পাদককে পুনর্বহাল
সাময়িক অব্যাহতির এক বছর পর জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে শর্তসাপেক্ষে পুনর্বহাল করেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সুপারিশ ও কেন্দ্রীয় যুবলীগের তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে শর্তসাপেক্ষে পুনর্বহাল করা হলো। এ ধরনের দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জামালপুর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনকে তাদের পূর্বের পদে পুনর্বহাল করা হল।
এদিকে ৬ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় স্থানীয় বকুল তলাস্থ জামালপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। জেলা যুবলীগ সভাপতি রাজন সাহা রাজু অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সে সাথে আগামী দিনে দলের সকল কার্যক্রমকে গতিশীল করার উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য গেল বছরের ৪ অক্টোবর কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়। এছাড়া রাজন সাহা রাজু ও ফারহান আহমেদ দলীয় শৃঙ্খলাভঙ্গসহ গঠনতন্ত্র পরিপন্থী অন্যকোন অনিয়মের সঙ্গে জড়িত কিনা তা অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়।
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -৬-১০-২২ইং