স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।
সোমবার (০৩ অক্টোবর) রাতে প্রথমে নগরীর নতুন পালপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ (১) পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নতুন পালপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাধারন সম্পাদক রিপন ভাওয়াল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পারভীন ওসমান বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু দুর্গাপূজাকে ঘিরে যে উৎসব- শারদীয় দুর্গোৎসব; তা সবার উৎসব, সব বাঙালির আনন্দ আয়োজন। তাই আমি প্রতিবারই দুর্গাপূজার সময় আপনাদের সাথে এক হয়ে পূজার উৎসব উদযাপন করি।
তিনি আরো বলেন, আপনাদের এই মন্দিরের জন্য রিপন ভাওয়াল অনেক কিছু করেছে। বর্তমানে মন্দিরের সব কাজই হয়েছে, তবে কিছু কাজ বাকি। তাই আমি হিন্দু ধর্মাবলম্বী সামর্থবানদের অনুরোধ করবো আপনারা যারা এই মন্দিরে আসেন মন্দিরের বাকি কাজগুলোও শেষ করার জন্য রিপনের পাশে থাকবেন। কারন, রিপন অত্যন্ত ভদ্র এবং বিণয়ী একটা ছেলে। ওকে আমি অনেক ছোটবেলা থেকে দেখেছি আমার স্বামী নাসিম ওসমান সাহেবের সাথে। আমি শুধু এটুকুই বলবো রিপন আমার ছোটভাই। ও যদি কোন সমস্যায় জর্জড়িত হয় বা কোন বিপদে পরে আমাকে জানাবেন। আমি যদি পারি তাহলে উপকারে আসবো এবং আমি রিপনের পাশে আছি।
পালাপাড়া পূজামন্ডপ পরিদর্শন শেষে নগরীর আমলাপাড়া, দেওভোগ আখড়া ও সাহাপাড়া এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন পারভীন ওসমান।