নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর বাদ আসর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন এর উদ্যোগে নবীগঞ্জ আলিয়া মাদ্রাসায় এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এরআগে জেলা জাতীয় পার্টির সভাপতি সানা উল্লাহ সানুর উদ্যোগে সোনাকান্দা জামে মসজিদ ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের উদ্যোগে কদমরসুল দরগায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া এমপি সেলিম ওসমানের সুস্থ্যতার পাশাপাশি ওসমান পরিবারের অন্য সদস্যদের দীর্ঘায়ু ও প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
আফজাল হোসেন এর উদ্যোগে নবীগঞ্জ আলীম মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদ্দাসেরুল হক দুলাল, মহানগর এর সহ সভাপতি হাজী নুরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী মাহাবুব, ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব হোসেন, মহানগর সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, আলী আহম্মেদ মোহাম্মদ আবুল, সিদ্দিক, মাওলানা বদরুল আলম সাহেদ, মাওলানা সাদেক হোসেন সহ মাদ্রাসার শিক্ষার্থীরা।
এদিকে মাওলানা বদরুল আলম সাহেদ এর উদ্যোগে বাদ এশা কদমরসুল দরগায় আরো একটি দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও বাদ জুম্মা বন্দরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য গত কিছুদিন যাবত শারিরীক অসুস্থ্যতা বোধ করায় সাংসদ সেলিম ওসমান তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাত ২.৪৫ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাংসদ সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষে তার সহধর্মিনী নাসরীন ওসমান সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।