নারায়নগঞ্জের বক্তাবলীর মধ্যনগর গ্রামের মানসিক ভারসাম্যহীন ১৮ বছরের তরুণী সুরাইয়া আক্তারকে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সুরাইয়া বক্তাবলী ইউনিয়নের মধ্যনগরের তানজিল হোসেনের মেয়ে।
জানা যায়, গত ১৬ই সেপ্টেম্বর(শুক্রবার) দুপুর ১২ টা থেকে মানসিক ভারসাম্যহীন সুরাইয়াকে পাওয়া যাচ্ছেনা। পারিবারিক সূত্রে জানা যায়,সর্বশেষ সুরাইয়াকে মধ্যনগর বাজারে দেখা যায়। এসময় তার পরনে ছিলো কালো বোরখা ও পায়ে ছিলো কালো জুতা। তাদের ধারনা সুরাইয়া বক্তাবলী ঘাট পাড় হয়ে শহরের দিকে যেতে পারে। গত দুইদিন যাবত অনেক খোজাখুজি করেও সুরাইয়াকে পাওয়া যাচ্ছেনা। এই অবস্থায় পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজের পরিবার থেকে জানানো হয়েছে,যদি কোন সহৃদয়বান ব্যাক্তি সুরাইয়াকে দেখেন বা তার খোজ পান তাহলে দয়াকরে এই নাম্বারে জানিয়ে দিনঃ 01732225829 , 01797644254.
যিনি মানসিক ভারসাম্যহীন সুরাইয়ার খোঁজ দিতে পারবেন তাকে বিশেষ পুরষ্কার দেয়া হবে।