জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) বাদ আছর প্যারাডাইস ক্যাবল ভবনে ব্লু পেয়ার রেষ্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মারুফুল ইসলাম মহাসিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে শহীদ শেখ কামাল অর্থনীতি ও সামাজিক কাজে অনেক ভূমিকা রেখেছে। তিনি মোহামেডান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। ১৯৭৫ সালের কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ তার জ্যেষ্ঠ পুত্রও নিহত হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে এ হত্যাকান্ডের বিচার চাই।
তিনি আরও বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। শামীম ওসমান ব্যতিত নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কল্পনাই করা যায়না। কেননা, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগে শামীম ওসমান সহ তার পরিবারের ভূমিকা অপরিসীম। তাই শামীম ওসমানের একজন সামান্য কর্মী হিসেবে বলতে চাই নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি আসছে সেই কমিটিতে যেন রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়। হাইবেিরদের দিয়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটি করা হলে মেনে নেয়া হবেনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আহমদ রোমান, শাহা টিটু, মোঃ সাত্তার হোসেন, মোঃশাহ জামাল, রিয়াজ জামান জনি, মোঃ সিরাজুল ইসলাম, রানা, শাহিন, মনির হোসেন, মোঃ সেন্টু আহামেদ, পলাশ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।