আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম।
গত ২২ জুলাই ২০২২ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আবুল-জছিরনের পাঁচ হাত টিনের চালার একটি ঘর বিভিন্নভাবে আলোচিত হয়।ঘটনাটি “রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন”- এর সদস্যদের চেখে পড়লে তারা পরিবারটির দিকে সহয়তার আশ্বাস দেন।
আজ ২৪ জুলাই ( রবিবার ) “রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন” প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল ইসলাম, সভাপতি মাহবুব ইসলাম এবং কোষাধ্যক্ষ আবু সায়েমসহ লিমন,সবুজ,রাকিব, আল আমিন এবং নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাসেন আলী চাল,ডাল,আলু,পেঁয়াজসহ কাঁচা বাজার আবুল-জছিরনের বাসায় পৌঁছে দেন।
এসময় আনোয়ারুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে আপনাদের খবর দেখার পর প্রাথমিকভাবে ১মাসের জন্য খাবার নিয়ে এসেছি। এই খাবার শেষ হলে আপনাদের এলাকার মাহবুব কে খবর দিলে আমরা আবারো খাবার নিয়ে আসবো ইনশাআল্লাহ।
হাসেন আলী চেয়ারম্যান বলেন, আমি উপজেলা উর্ধতন কর্মকর্তাদের নিকট আপনাদের জন্য একটি ঘরের জন্য সুপারিশ করবো। এছাড়াও আমাদের নিকট যে কোনো চাউলের বাজেট আসলে আমি তাদের জন্য একটি কার্ড বরাদ্দ করে দিবো।
আবুল হেসেন ও তার স্ত্রী জছিরন বলেন, অনেক কষ্ট করে আমাদের সংসার চলে।কারো কাছে তেমন কোনো সাহায্যও পাইনা।কেউ আমাদের দিকে দেখেও না।বৃদ্ধ ভাতার টাকা দিয়ে কোনো ভাবেই চলে সংসার। রাত কাটে অনেক কষ্টে।বৃষ্টি আসলে ঘরের এক কোনায় বসে থাকতে হয়।এভাবেই কাটছে জীবন। তবে আজকে রক্তের বন্ধনের সদস্যরা যে খাবার নিয়ে এসেছে এতে করে অনেক কয়দিন ভালোভাবে চলবে আমাদের।তাদের জন্য অনেক দোয়া করি। আমি সবার কাছে সাহায্যের আবেদন করছি,সবাই যদি আমার বিষয়টা দেখতেন তাহলে অনেক উপকৃত হতাম।