ফুলবাড়ীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে গাইডলাইন শীর্ষক আলোচনাসভা!
আনোয়ারুল ইসলাম,
ফুলবাড়ী প্রতিনিধি (কুড়িগ্রাম)
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ”- এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের মাঠে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে গাইডলাইন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ১৫ জুলাই সকাল ৯ টায় ফুলবাড়ি উপজেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘এসো স্বপ্ন দেখি’ শিক্ষা উন্নয়নমুলক সংগঠনের উদ্যগে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের নিয়ে এই আলোচনাসভা হয়।
জাহিদ হাসান ইমন এর সভাপতিত্বে ও মোহতাদিলুর রহমান রাকিব এর সঞ্চালনায় প্রোগ্রামটি সম্পন্ন হয়৷ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুস সাত্তার সাজু ( লেকচারার, নেওয়াশী কলেজ)। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় অধ্যয়নের বিকল্প নেই৷
এখানে থেকে আমরা চাইলেই যেকোন জায়গায় যেতে পারি। তিনি আরো বলেন, আজকে আমরা শুধু শিক্ষার পিছনে ছুটছি, কিন্তু সেই সাথে আমাদের উন্নত নৈতিকতার প্রয়োজন৷
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাকিল হোসাইন, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রিয়াজুল ইসলাম বিপুল, বোটানি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়। কামরুল হাসান, ফুড ও প্রসেস ইন্জিনিয়ারিং, হাবিপ্রবি৷
আরো উপস্থিত ছিলেন, মাহাবুবুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। গোলাম রাব্বানী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন বলেন, আমরা কুড়িগ্রামের ফুলবাড়ির শিক্ষার্থীরা সব দিক থেকে পিছিয়ে আছি, আমরা চাই দেশের এই ক্রান্তিলগ্নে হাল ধরতে। এর জন্য আমাদের পথ দেখানো প্রয়োজন। ‘এসো স্বপ্ন দেখি ‘ সংগঠন টি আমাদের সেই পথ দেখানোর কাজ করছে৷ এই কাজ যেন এই সংগঠন টি অব্যাহত রাখে এই প্রত্যাশা করি৷